A platform for every news everywhere

মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬

প্রধানমন্ত্রীর চিঠি হাতে পেল শীর্ষেন্দু

পটুয়াখালী থেকে বিশেষ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৬


চিঠিটি তুলে দিচ্ছেন জেলা প্রশাসক 
খরস্রোতা পায়রা নদীতে সেতু নির্মাণের আশ্বাস স¤॥^লিত প্রধানমন্ত্রীর চিঠি হাতে পেয়েছে পটুয়াখালীর স্কুলছাত্র শীর্ষেন্দু বিশ্বাস।  সোমবার বিদ্যালয়ের ছাত্র মিলনায়তনে কর্তৃপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জেলা প্রশাসক এ কে এম শামীমুল হক সিদ্দিকী শীর্ষেন্দুর হাতে প্রধানমন্ত্রীর চিঠিটি তুলে দেন। পায়রা নদীতে সেতু নির্মাণের অনুরোধ জানিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখে পটুয়াখালীর সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শীর্ষেন্দু। প্রধানমন্ত্রী সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে তাকে ফিরতি চিঠি দেন।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম শামীমুল হক ছিদ্দিকী, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুজ্জামান মনি, জেলা আওয়ামী লীগ নেতা সুলতান আহমেদ মৃধা, মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক প্রমুখ। অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক খান মোশারেফ হোসেন শীর্ষেন্দুকে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন। তাছাড়া শীর্ষেন্দুর মাধ্যমিক পর্যন্ত পড়ালেখার দায়িত্ব নেন জেলা প্রশাসক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন